Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুর জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে নতুন উদ্যোগ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ০৮:৪০ পিএম

ফরিদপুর জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে নতুন উদ্যোগ

ফরিদপুরের জেলা প্রশাসনকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরে অনলাইনে এলএ কেসের চেক বিতরণ ও চান্দিনা ভিটি ব্যবস্থাপনা সংক্রান্ত অ্যাপস উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নূরুন্নবী। সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন- ফরিদপুর সেটেলমেন্ট অফিসার আ. কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী মো. নকিবুল বারী, গণপূর্ত বিভাগের নির্বাহী অফিসার বরুণ কুমার বিশ্বাস প্রমুখ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তিথি মিত্র, ভূমি অধিগ্রহণ অফিসার (এলএও) মো. আসাদুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী বলেন, রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে সরকার ভূমি অধিগ্রহণ করে থাকে। একটা সময় ছিল যখন ভূমি অধিগ্রহণ করলে ক্ষতিগ্রস্তকে খুব সামান্য পরিমাণে ক্ষতিপূরণ দেয়া হতো। কিন্তু বর্তমান সরকার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বেসরকারি মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ দিচ্ছেন। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা তাদের জমির মূল্য কোনো ঝুট-ঝামেলা ছাড়াই পেতে পারে সেজন্য এই অ্যাপসের যাত্রা শুরু হল। এই অ্যাপসের মাধ্যমে একজন উপকারভোগী নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই ঘরে বসে তার ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এক সময় ডিজিটাল ছিল স্বপ্ন আর এখন এটা বাস্তবতায়।

তিনি আরও বলেন, ই-ফাইলিংয়ের ক্ষেত্রে ফরিদপুর জেলা অব্যাহতভাবে প্রথমস্থান দখলে রেখেছে। এভাবে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ডিজিটাইজেশনে প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে। আগামী প্রত্যেকটি ক্ষেত্রে ডিজিটাইজেশনের ছোঁয়া লাগবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা ভাতাসহ সব ভাতা হবে ডিজিটাইজেশন পদ্ধতিতে। পরে প্রধান অতিথি ও সভাপতি কার্যালয়ের ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন পরিদর্শন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম