Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় অপহৃত শিশু আব্দুল্লাহপুরে উদ্ধার, অপহরণকারী আটক

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ০৬:১৩ এএম

আশুলিয়ায় অপহৃত শিশু আব্দুল্লাহপুরে উদ্ধার, অপহরণকারী আটক

ঢাকার আশুলিয়া ওমর আলী (৮) নামের এক শিশু অপহরণের শিকার হয়েছে। ঘটনার ৩ দিন পর শনিবার রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এ সময় আনিছুর রহমান নামের এক অপহরণকারীকে আটক করা হয়। আনিছুর রহমান টাংঙ্গাইল জেলার ভূয়াপুর থানার ট্যাপাকান্দি গ্রামের বদরুল হকের ছেলে।

পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় শ্যামল ঘোষের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস করে আসছিল পোশাক শ্রমিক নুরুল ইসলাম।

কয়েক দিন আগে ভাড়াটিয়া সেজে একই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন আনিছুর রহমান। গত ২৭ আগষ্ট শিশুকে পাশের দোকান থেকে খেলনা কিনে দেয়ার কথা অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর শিশুটির পরিবারের কাছে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয়া হয়। নজরুল ইসলাম তার ছেলে প্রাণ বাঁচাতে বিকাশের মাধ্যমে দুই বারে ১০ হাজার টাকা পাঠানো হয়। বাকি টাকার জন্য ওই পরিবারকে চাপ দেয়া হয়।

এর একপর্যায়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় অবগত করলে প্রযুক্তির মাধ্যমে পুলিশ অপহরণকারীর অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন।

পরে মুক্তিপণের বাকি টাকা পরিশোধ করা হবে এমন প্রতিশ্রুতির ফাঁদ পেতে বৃহস্পতিবার রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের পর অপহরণকারী আনিছর রহমানকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম