Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ০৯:০৩ এএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র আশিক রানা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকালে উপজেলার বানা ইউনিয়নের টাবনি বাজারে ওই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
 
গত ১৫ আগস্ট উপজেলার বানা ইউনিয়নের কৃষকলীগের সভাপতি শরীফ হারুন-অর রশীদের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশী আশিক রানার (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।

আশিক রানা উপজেলার বানা ইউনিয়নের কুঠরাকান্দি গ্রামের সৌদি প্রাবাসী আলমগীর শেখের বড় ছেলে। তিনি ফরিদপুর মুসলিম মিশন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এই ঘটনার দুইদিন পরে ১৭ আগস্ট কৃষকলীগ নেতাসহ সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে নিহত ছাত্রের চাচা।

মানববন্ধনে নিহতের চাচা বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হারুন শরীফের মেয়ের সঙ্গে আমার ভাতিজার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের কারণেই হারুন পরিবারের সদস্যরা আমার ভাতিজা আশিক রানাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম বলেন, ওই মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম