Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে ২ মুখওয়ালা গো-বাছুর

Icon

শরীয়তপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১০:২১ পিএম

শরীয়তপুরে ২ মুখওয়ালা গো-বাছুর

শরীয়তপুর সদর উপজেলায় একটি গাভীর ২ মুখওয়ালা একটি বাছুর প্রসব করেছে। 

শনিবার সকালে উপজেলার চিতলীয়া ইউনিয়নের মজুমদার কান্দি গ্রামে আজাহার সরদারের বাড়িতে এই বাছুরের জন্ম হয়। 

জানা গেছে, উপজেলার মজুমদার কান্দি গ্রামের আজাহার সরদারের একটি শংকর জাতের গাভী আজ শনিবার দুই মুখ ওয়ালা ফ্রিজিয়ান একটি সাদা কালো রংয়ের বাছুর প্রসব করেছে। এ গাভীটি গত ৯ মাস পূর্বে কৃত্রিম প্রজনের মাধ্যমে শংকর জাতের গাভীটি গর্ভধারণ করেছিল। তবে স্বাভাবিক ভাবে দুটো কান ও দুটো চোখ রয়েছে। বাছুরের সবকিছুই সচল আছে। হাটতে পারে মায়ের দুধ খাচ্ছে। 

গাভীর মালিক আজাহার সরদার বলেন, গাভীটি স্বাভাবিক নিয়মে বাচ্চা প্রসব করেছে। বাছুরের দুটো মুখ। এ ছাড়া সবই ঠিক আছে। দুখ খেতে পারে। হাটতে চলতে পারে। গাভীতে ৭/৮ কেজি দুধ দেয়।

শরীয়তপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার রায় বলেন, বিষয়টি শুনেছি। জিনগত কারণে এটা হতে পারে। পূর্বের অভিজ্ঞতায় বলছি এ ধরনের বাছর বেশীদিন জীবিত থাকে না। তার পরও বাছুর ভাল আছে। আমরা যথারীতি খোঁজ খবর রাখছি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম