বন্যা মোকাবেলায় ১৩৯টি পোল্ডার নির্মাণ করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৭:২০ এএম
বরিশাল
বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, উপকূলীয় এলাকায় জলোচ্ছাস ও বন্যা মোকাবেলায় বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় ৩ হাজার ২৮০ কোটি টাকা ব্যায়ে ১৩৯টি পোল্ডার তৈরির কাজ হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ১০ পোল্ডার তৈরির কাজ শুরু করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলার চরবারিয়ার লামছড়ি এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে মোট ৩৯টি এবং পর্যায়ক্রমে বাকি পোল্ডারগুলো নির্মাণ করা হলে এই এলাকায় বন্যা বা জলোচ্ছাসে ক্ষয়ক্ষতি কমে আসবে এবং উপকূলীয় এলাকার মানুষ উপকৃত হবে।
মন্ত্রী এ সময় সেখানে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদান করা সহায়তার ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান ও বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।