পর্যটন শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১০:০৬ পিএম
পর্যটন শহর বান্দরবানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শুক্রবার বিকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাসের উদ্যোগে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধনে ওষুধমিশ্রিত স্প্রেকরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পাহাড়ের বীরখ্যাত ষষ্ঠবারের নির্বাচিত সংসদ সদস্য পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মীপদ দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানে রেডক্রিসেন্ট ইউনিট এবং বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ-তরুণী কর্মীরা অংশ নেন।
এর আগে পার্বত্যমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পৌরসভার উন্নয়ন কাজের জন্য প্রদানকৃত একটি রোলার গাড়ি এবং রেডক্রিসেন্ট সোসাইটি থেকে প্রদত্ত বান্দরবান শহরের সৌন্দর্য বর্ধনে একটি বড় এলইডি টিভি পৌরসভার মেয়রের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, একটি শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখেই বোঝা যায় সেই শহরের মানুষ সম্পর্কে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের একার পক্ষে করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।