Logo
Logo
×

সারাদেশ

ভাড়াটিয়ার রডের আঘাতে বাড়িওয়ালার মৃত্যু

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৬:০৯ পিএম

ভাড়াটিয়ার রডের আঘাতে বাড়িওয়ালার মৃত্যু

মাদারীপুর

মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় ভাড়াটিয়ার রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় বাড়িওয়ালা ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে আহত আবু আলম মারা যান। নিহতের স্ত্রী নারগিস বেগম স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যান।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবু আলমের তিনতলা বাড়ির নিচতলায় ওই ভবনের সামনের বাসিন্দা মায়া বেগম দীর্ঘ প্রায় ৩ বছর যাবত ভাড়া থাকেন। মায়া বেগম ও তার পরিবারের উচ্ছৃঙ্খল চলাচলে বাড়িওয়ালা আবু আলম দীর্ঘ দিন ধরেই বাড়ি ছেড়ে দিতে তাকে নোটিশ দেন। কিন্তু ভাড়াটিয়া কিছুতেই বাড়ি ছেড়ে যেতে চায়নি। এরই জের ধরে  গত সোমবার দুপুরে (২৪ আগস্ট) বাড়িওয়ালা আবু আলমের সঙ্গে ভাড়াটিয়া মায়া বেগমের বাকবিতণ্ডা হয়।

 

একপর্যায়ে ভাড়াটিয়া মায়া বেগমের ভগ্নিপতি বিপ্লব মিয়ার নেতৃত্বে ৬-৭ জনের একটি দল বাড়িওয়ালা আবু আলম ও তার পরিবারের ওপর হামলা চালায়। তাকে মারধরসহ বুকে রড দিয়ে আঘাত করে। বুকে রডের আঘাতে এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

 

ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়ার পর হৃদরোগ ধরা পরে। কর্তব্যরত চিকিৎসক তার বুকে রিং পরান। দুই দিন চিকিৎসার পরও অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে (২৭ আগস্ট) চিকিৎসাধীন আবু আলম  মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস বেগম স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যান।

 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন জানান, বাড়িভাড়া নিয়ে তাদের মাঝে মধ্যেই ঝগড়া-বিবাদ হতো। গত সোমবার দুপুরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সাথে ঝগড়া বিবাদ ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে বাড়িওয়ালা আবু আলম গুরুতর আহত হন।

 

শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মধ্যে ভাড়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বাড়িওয়ালা আবু আলম আহত হন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। তার হৃদরোগজনিত কারণে বুকে রিং পরানো হয়েছিল। একদিন পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম