
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
সুবর্ণচরে পানির নিচে তলিয়ে গেছে ১০ হাজার একর ফসলি জমি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৫:৪৩ পিএম

নোয়াখালী
আরও পড়ুন
এবারের অতিবৃষ্টির পানি খাল দিয়ে নামতে না পারায় জলাবদ্ধতার কারণে সুবর্ণচরের ১০ হাজার একরের ধান পানির নিচে তলিয়ে গেছে। খাল উদ্ধার করে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সহস্রাধিক কৃষক।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার খাসেরহাট এলাকার কৃষকের চাষকৃত জমিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী কৃষক আবদুল মালেক বলেন, ক্লোজারের খালগুলো দখল এবং রাস্তায় পাড় ভেঙে খালগুলো সরু হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে ১০ হাজার একর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে।
এলাকাবাসী বলেন, সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত খালটি অনেকটাই দখল হয়ে গেয়ে; যার প্রভাব পড়েছে সরু বা শাখা খালগুলোর ওপর। দ্রুত খালগুলো সংস্কার না হলে, চাষাবাদ বন্ধ হয়ে যাবে। কৃষকরা হয়ে পড়বেন কর্মহীন।
চরওয়াপদা ইউনিয়ন চেয়ারম্যান মনির আহমদ বলেন, আমার এলাকায় কিছু মানুষের অব্যবস্থাপনার কারণে এমন হচ্ছে। আমরা একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি কিন্তু তারা খালগুলো উদ্ধার করার কোনো প্রয়াস নিচ্ছেন না।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত খালগুলো উদ্ধারের পদক্ষেপ নেয়া হবে। পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।