Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা প্রহরী নিহত

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৩:০৯ পিএম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা প্রহরী নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মধুমতি ব্যাংকের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের উথলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইমামুল ফকির (৪৩) উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামির ফকিরের ছেলে। 

স্থানীয় সূত্রে পুলিশ জানিয়েছে, কালিয়া থেকে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন নিরাপত্তা প্রহরী ইমামুল। শহরের উথলী পেট্রলপাম্পের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আশা বালুবোঝাই একটি ট্রলি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। 

পরে আহতাবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে চালককে পুলিশ আটক করতে পারেনি। 

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘দুর্ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম