Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে আনসার-আল ইসলামের এক সদস্য গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০২:২৬ পিএম

রাজশাহীতে আনসার-আল ইসলামের এক সদস্য গ্রেফতার

ইসমাইল হোসেন। ছবি-যুগান্তর

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের ইসমাইল হোসেন (২৪) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামে ইসমাইলের বাড়ি। বাবার নাম গোলাম মোস্তফা।

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করে। 

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, ইসমাইল হোসেনের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম