
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৯ এএম
চট্টগ্রামে মাঝারি ভূমিকম্পন অনুভূত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১০:৪৮ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামে মাঝারিমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।
ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় মানুষ বহুতল ভবন থেকে রাস্তায় নেমে আসেন।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ যুগান্তরকে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮৭ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ভারত-মিয়ানমার সীমান্তে। ভূমিকম্পে কোথাও কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।