জাজিরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে উপমন্ত্রীর বৃক্ষরোপণ
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১২:০২ পিএম
জাজিরা উপজেলার দক্ষিণ ডোবলদিয়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। যুগান্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আজ দুপুরে জাজিরা উপজেলার দক্ষিণ ডোবলদিয়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি প্রধান অতিথি হিসেবে একটি নারিকেল চারা ও একটি কদবেল চারা রোপণ করে বৃক্ষরোপণ কাজের সূচনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর নির্বাহী প্রকৌশলী এমএম আহসান হাবীব, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রেনু দাস, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হায়দার শাওন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, আওয়ামী লীগের নেতা মোসলেম মাদবর, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন সিকদার, আওয়ামী লীগ নেতা বাবুল আকন, জহির শিকদার, অধ্যক্ষ শাহ আলম মাদবর, বাদশা মাদবর, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারি, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর প্রমুখ।
এর আগে উপমন্ত্রী সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুতায়নের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের এমপি আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানসহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।