ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ট্রাক ড্রাইভারের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৭:৫৮ এএম
ট্রেন
ঈশ্বরদীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালবাহী সান্টিং ট্রেনের নিচে কাটা পড়ে একজন ট্রাক ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণ পাশের রেল ইয়ার্ডে মালবাহী ট্রেন সান্টিং করার সময় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক ড্রাইভারের নাম বিল্লাল হোসেন (৩৬)। তিনি ঈশ্বরদীর রূপপুরের ফুটু মার্কেট এলাকার মৃত আমিরুল মৃধার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ইয়ার্ড উন্নয়ন ও সংস্কার কাজের বালু সরবরাহের জন্য বিল্লাল ট্রাক নিয়ে এসে অপেক্ষা করছিলেন। ঘটনার সময় বিল্লালসহ দু’জন রেললাইনের উপর বসে গল্প করছিলেন। হঠাৎ করেই সান্টিংয়ের জন্য মালবাহী বগি দ্রুতগতিতে এগিয়ে আসে। এ সময় অন্যরা লাফ দিয়ে সরে গেলেও বিল্লাল বগির নিচে পড়লে তার দেহ দ্বিখণ্ডিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।