Logo
Logo
×

সারাদেশ

ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালীগঞ্জের সেই তিন বান্ধবী

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১২:৫৯ পিএম

ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালীগঞ্জের সেই তিন বান্ধবী

ফাইল ছবি

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আবারও আলোচনায় এসেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সেই মেধাবী তিন বান্ধবী।

বুধবার রাতে যশোর শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলে তিন বান্ধবী রুবাবা জামান, অর্পিতা মজুমদার ও তিথি বিশ্বাস ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

তারা তিনজনই কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পাস করেছে। এসএসসিতে তিনজনই গোল্ডেন 'এ' প্লাস পেয়েছিল।  

রুবাবা জামান মৃত মিরুজ্জামান ও শিক্ষক পারভিন খানের মেয়ে, অর্পিতা মজুমদার ডা. প্রফুল্ল কুমার মজুমদার ও শ্রীলেখা মজুমদারের মেয়ে এবং তিথি বিশ্বাস শিক্ষক তরুণ বিশ্বাস ও কমলা রানী কবিরাজের মেয়ে।

জেএসসি পরীক্ষায়ও তারা গোল্ডেন এ প্লাস ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় দেশসেরা হয়েছিল।

আগামীতে যাতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম