Logo
Logo
×

সারাদেশ

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে  সাড়ে ১১ মণ ইলিশ জব্দ 

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১২:৩৫ পিএম

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে  সাড়ে ১১ মণ ইলিশ জব্দ 

ভারতে পাচারের সময় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার রাতে গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। আটক ইলিশ মাছের মূল্য প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃত মাছগুলো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গোগা গ্রামের একটি এতিমখানায় শিশুদের দেয়া হয়েছে। 

গোগা এলাকার গ্রামবাসী জানান, চোরাকারবারিরা দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেনসিডিল, মদ, গাঁজা ও রুপা নিয়ে আসছে। আর বাংলাদেশ থেকে সোনা, ডলার ও ইলিশ মাছ পাচার করছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম