
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম
কপোতাক্ষ নদের ভাঙনে পাইকগাছার জেলেপল্লী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৯:০০ পিএম

আরও পড়ুন
খুলনার পাইকগাছায় যুগযুগ ধরে কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙনে রাড়ুলীর জেলেপল্লী মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে।
প্রায় ৩৩ লাখ টাকা ব্যয় করে দু’বার ভাঙন রোধের ব্যবস্থা নিলেও তা কোনো কাজে আসেনি। কেয়ারের ২টি রাস্তাসহ শতাধিক পরিবার নদের গর্ভে বিলীন হয়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার রাড়ুলীর কপোতাক্ষ নদের তীরে অবস্থিত জেলেপল্লী। স্থানীয়রা জানান, তিন শতাধিক পরিবারের মধ্যে শতাধিক পরিবারের বাড়িঘর নদের গর্ভে বিলীন হওয়ায় তারা বিভিন্ন এলাকায় যাযাবরের মতো বসবাস করছেন।
ভাঙনে চলে গেছে একটি কেয়ারের রাস্তা, একটি কাঁচা রাস্তাসহ অসংখ্যা গাছ-গাছালি ও ফসলের ক্ষেত। যুগযুগ ধরে এ ভাঙন অব্যাহত রয়েছে। গত বছর ভাঙন ব্যাপক আকার ধারণ করলে ওই বছর জুন মাসে ১০ লাখ টাকা ব্যয় করে ২৯০ মিটার নদের ধারে সাড়ে ৪ হাজার বালিভর্তি জিও ব্যাগ দেয়া হয়।
চলতি বছর প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার এলাকায় একইভাবে কাজ করলেও ভাঙন বন্ধ হয়নি।
স্থানীয় বাসিন্দা প্রভাষক মো. আব্দুল মোমিন সানা জানান, যেনতেনভাবে কাজ করায় এক মাস যেতে না যেতেই অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দফতরে এলাকাবাসী আবেদন করেছেন।
বুধবার বিকালে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনকালে ত্বরিত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উপসহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, টেন্ডারের মাধ্যমে কাজ করা হয়েছে; কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অল্প টাকায় এতবড় কাজ করা সম্ভব নয়।