Logo
Logo
×

সারাদেশ

ছাগলে ধানের বীজ খাওয়ায় প্রাণ গেল কৃষকের, ২ নারী গ্রেফতার

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৭:৪৯ পিএম

ছাগলে ধানের বীজ খাওয়ায় প্রাণ গেল কৃষকের, ২ নারী গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় ছাগলে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জাকির জমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুই নারীকে গ্রেফতার করেছে।

নিহত কৃষক উপজেলার পূর্ব ধানসাগর গ্রামের ছোমেদ জমাদ্দারের পুত্র।

নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, জাকির জমাদ্দারের ভাই হুমায়ুন জমাদ্দারের একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী ও তাদের বংশের হালিম জমাদ্দারের পুত্র মন্টু জমাদ্দারের (৪০) ধানের বীজ খেলে তিনি ছাগলের গায়ে কাদা মেখে দেন। হুমায়ুন জমাদ্দার কাদা মাখার বিষয়ে জানতে চাইলে মন্টু ও তার ভাই সেন্টু জমাদ্দার (৩৮) ও সেলিম জমাদ্দার (৫২) মিলে তাকে মারধর করে। ভাইয়ের মারধরের খবর পেয়ে সেখানে ছুটে যান জাকির জমাদ্দার। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে পার্শ্ববর্তী মোরেলগঞ্জের নিশানবাড়িয়া গ্রাম থেকে মন্টু জমাদ্দারের শ্যালক সোহেল ও মিলনসহ ৭-৮ জন ছুটে এসে ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জাকিরের মাথায় ও বুকে টর্চলাইট এবং ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি এসকে আবদুল্লাহ আল সাইদ জানান, এ ঘটনায় বুধবার সাতজনকে আসামি করে নিহতের স্ত্রী শিউলি বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত মন্টু জমাদ্দারের স্ত্রী শিল্পী বেগম (৩৫) ও সেন্টু জমাদ্দারের স্ত্রী মাসুমা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম