Logo
Logo
×

সারাদেশ

দুমকিতে ভেসে গেছে দুই শতাধিক ঘেরের মাছ

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৬:০২ এএম

দুমকিতে ভেসে গেছে দুই শতাধিক ঘেরের মাছ

টানা বৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত দুইশতাধিক মাছের ঘের, পুকুর ও ডোবার মাছ ভেসে গেছে। 

এতে মাছচাষিদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

তবে উপজেলা মৎস্য বিভাগের তথ্যমতে, ১২৫টি পুকুর, ডোবা ও মাছের ঘের তলিয়ে মাছ ও পোনা ভেসে গেছে। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত পুকুর ও মাছের আয়তন ১২.৬৫ হেক্টর। 

এসব পুকুর ডোবায় চাষিদের অন্তত ৩ টন মাছ ও সাড়ে ৬২ হাজার পোনা ভেসে গেছে। পুকুর, ডোবা ও মাছের ঘেরের বাঁধ ধসে অন্তত দুই লক্ষাধিক টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। 

উপজেলা মৎস্য বিভাগের সহকারী ফিল্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সাম্প্রতিক অমাবশ্যার জো এবং সপ্তাহকালের টানা বর্ষণে পায়রা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানিতে পাঙ্গাশিয়া, আঙ্গারিয়া, লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 

ওই সব এলাকার পুকুর, ডোবা ও মাছের ঘের তলিয়ে চাষিদের মাছ ও পোনা ভেসে গেছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মাঠপর্যায়ে জরিপ রিপোর্টের ভিত্তিতে ক্ষতি নির্ধারণ করা হয়েছে। তবে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে চাষকৃত পুকুর, ডোবা ও ঘের তলিয়ে মাছ ভেসে গিয়ে ক্ষতি হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।  
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম