Logo
Logo
×

সারাদেশ

মানুষের দোরগোড়ায় পৌঁছেছে বিট পুলিশিং সেবা

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৫০ এএম

মানুষের দোরগোড়ায় পৌঁছেছে বিট পুলিশিং সেবা

ছবি: যুগান্তর

রাজশাহীর বাঘা উপজেলার মানুষ বিট পুলিশিং সেবা পেতে শুরু করেছে। এ সেবায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। জনগণকে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ পুলিশিং সেবা চালু করা হয়েছে।

পুলিশের আইজিপির নির্দেশে উপজেলায় দুই পৌরসভা ও সাত ইউনিয়নে ১৩টি বিট পুলিশিং সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে সপ্তাহে একদিন করে বসছে বিটের ইনচার্জ একজন এসআই। তাকে সহায়তা করার জন্য থাকছে একজন এএসআই ও তিনজন কনস্টেবল এবং তার পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বর, মেয়র ও কাউন্সিলররা।

বুধবার এ বিষয়ে আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম জানান, বিট পুলিশিং সেবা ইতিবাচক দিক বয়ে আনছে। এমন অনেক মানুষ রয়েছে, যারা থানায় যেতে ভয় পান, অনেকে অর্থের অভাবে যেতে পারে না। তাদের জন্য এই সেবা অত্যন্ত গুরুত্ব বহন করছে।

পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতনসহ সব অপরাধপ্রবণতা কমে আসছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, বিট হচ্ছে একটি ছোট এরিয়া। এটি উন্নত দেশে পরিচালিত পুলিশিং সেবা। জাপানে এই সেবা কার্যক্রম চালু রয়েছে। ওই দেশের অনুকরণ করে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর নির্দেশনায় এ কার্যক্রম চালু করা হয়েছে।

ফলে বিটের দায়িত্বপ্রাপ্তরা সপ্তাহে একদিন নির্দিষ্ট এলাকায় জনসাধারণের কাছে থেকে আইনশৃঙ্খলাজনিত ছোটখাটো সমস্যা, চুরি, ছিনতাই, মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ড, দাম্পত্য বিরোধ, সামাজিক বিবাদ, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম