চলন্ত কোচ থেকে পড়ে চাকায় পিষ্ট হেলপার
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১১:৩১ এএম
নীলফামারীর জলঢাকায় চলন্ত নৈশকোচ থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার নয়ন (২৭) নিহত হয়েছেন। সোমবার রাতে জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের বিজলীরডাঙ্গা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়নের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টায় ডিমলা থেকে ছেড়ে আসা 'সাকিল ক্লাসিক' নামে নৈশকোচটি ঢাকা-গাবতলী যাওয়ার পথে জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের বিজলীরডাঙ্গা নামক এলাকায় গাড়ির হেলপার নয়ন চলন্ত গাড়ি থেকে মাটিতে পড়ে যান। এ সময় ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধাওয়ার মুখে বাসটি জলঢাকা বাসস্ট্যান্ড চত্বরে রেখে ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে কোচটিকে জব্দ করে লাশ থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।