Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৬:৫১ পিএম

কুমিল্লায় ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ডালিম মিয়া নামে এক ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডালিম মিয়া ওই গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত ডালিম মিয়া তার মায়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে কয়েক দিন পরপর টাকা নিতেন। যখন তার মা জানতে পারে এসব টাকা নিয়ে সে মাদক সেবন করে তখন টাকা দেয়া বন্ধ করে দেন। এরপর থেকেই টাকা না পেলে মাকে গালমন্দসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করত সে। 

সোমবার বিকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে গালমন্দ করেন। এ সময় ডালিমের মামাতো ভাই ফারুক মিয়া তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে দৌড় দিয়ে সামান্য এগিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম