Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুর মহাসড়কে ডাকাতি, ৭ ডাকাত আটক

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৬:৪৬ পিএম

ফরিদপুর মহাসড়কে ডাকাতি, ৭ ডাকাত আটক

ফরিদপুরের ভাঙ্গা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ওই ৭ ডাকাতকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জের ভাটিয়াপাড়া নামক এলাকায় পৌঁছলে যাত্রীবেশে ডাকাত দল ওই পরিবহনের যাত্রীদের ওপর হামলা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমানের নেতৃত্বে হাইওয়ে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। 

এ সময় বাগেরহাটের কালাম শেখ (৩০), একই জেলার ইলিয়াস শেখ (২৮), বাবুল শিকদার (৩২), খুলনার জিহাদ শেখ (৩৫) ও একই জেলার ফরহাদ শেখ (২৫), রংপুরের শরিফুল ইসলাম (৩৫) ও গাজীপুর জেলার আসিক রায়হানকে (২০) আটক করা হয়। 

এ ঘটনায় হাইওয়ে থানার এসআই  সজীব কুমার বাদী হয়ে ৭ জনসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ওই এলাকায় কিছু ডাকাত সদস্য বাস ডাকাতির পরিকল্পনা করছে। এ সময় রাস্তায় চেকপোস্ট বসিয়ে আমরা ৭ ডাকাতকে আটক করতে সক্ষম হই। 

তিনি আরও জানান, আটক ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা মহাসড়কে ডাকাতি করে চলছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম