Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় অবাধে জাটকা নিধন

Icon

মিজানুর রহমান, চারঘাট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৩:৩০ পিএম

পদ্মায় অবাধে জাটকা নিধন

ছবি: যুগান্তর

রাজশাহীর চারঘাট-বাঘায় পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলছে জাটকা মাছ নিধন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক ধরনের অসাধু জেলে চালাচ্ছেন এমর অবৈধ কার্যক্রম। এতে করে ইলিশ সংকটের আশঙ্কা করছেন এলাকাবাসী।

তবে জাটকা মাছ ধরা সারা বছরই নিষিদ্ধ থাকার কথা শিকার করলেও মূলত নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করার কথা বলছে মৎস্য অফিস।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে নদীতে জাটকা মাছ ধরা, আহরণ ও সংরক্ষণ সারা বছরই নিষিদ্ধ রয়েছে। এর পরও এক ধরনের অসাধু জেলে প্রতি বছরই জাটকা মাছ নিধন কার্যক্রম চালিয়ে আসছেন। এ ব্যাপারে স্থানীয় মৎস্য অফিস মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে থাকে না মৎস্য নিধন কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জাটকা নিধনের মহোৎসব।

সরেজমিন গত কয়েক দিন ধরে পদ্মাপাড়ের গিয়ে দেখা যায়, পদ্মায় জেলেরা কারেন্ট জাল দিয়ে চালাচ্ছে জাটকা নিধনের মহোৎসব। দেখার যেন নেই কেউ। জেলেরা জাটকা মাছ ধরে তা প্লেটে করে বিভিন্ন পাড়া-মহল্লাসহ হাটবাজারে বিক্রি করছেন অনেকটা বাধাহীনভাবে।

এ প্রসঙ্গে কথা হয় এক জেলের সঙ্গে। তিনি বলেন, কী করব ভাই। করোনাকালে এমনিতে বড়ই কষ্ট আছি সংসার নিয়ে। বসে থেকে তো আর পেট চলে না। তাই নিষেধাজ্ঞা থাকার কথা যেনেও জাটকা ধরছি।

বিষয়টি সম্পর্কে চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম যুগান্তরকে বলেন, আমরা মূলত নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করি। এর পর জাটকা মাছ নিধনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম