Logo
Logo
×

সারাদেশ

খুলনায় নির্বাচন অফিসের সেবা মিলছে জানালার ফাঁকে

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৯:৫২ এএম

খুলনায় নির্বাচন অফিসের সেবা মিলছে জানালার ফাঁকে

ছবি: যুগান্তর

নগরীর নূরনগর এলাকায় অবস্থিত জেলা নির্বাচন অফিসের সেবা মিলছে জানালার ফাঁক দিয়ে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে গ্রাহকরা জাতীয় পরিচয়পত্রের সেবা নিচ্ছেন।

সরেজমিন সোমবার নির্বাচন অফিসে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এদিকে জাতীয় পরিচয়পত্রের মেয়াদ নিয়েও গ্রাহকদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা।

করোনার প্রাদুর্ভাব কাটিয়ে স্বাস্থ্যসেবা মেনে নিয়ে খুলনার বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ একাধিক অফিসে সেবা প্রদান করা শুরু করলেও নির্বাচন অফিসের সেবা দেয়ার জন্য এখনও বন্ধ রয়েছে প্রধান ফটক।

এসব বিষয়ে কর্তৃপক্ষ জানান, দুয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সেবা কার্যক্রম উন্মুক্ত করা হবে।

৩১নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদী হাসান, মর্জিনা আক্তারসহ একাধিক গ্রাহক জানান, জাতীয় পরিচয়পত্রের সংশোধন এবং কার্ড সরবরাহের জন্য অফিসের বাইরে রোদ-বৃষ্টির মধ্যে লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়াতে হচ্ছে, যা নারীদের জন্য খুবই কষ্টকর।

কর্তৃপক্ষ বলছে, ওপরের নির্দেশনা না পেলে প্রধান ফটক খোলা যাবে না।

এদিকে জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উত্তীর্ণের তারিখ শেষ হওয়ায় বিভ্রান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। যার বড় একটি অংশ প্রতিনিয়ত আসছেন নির্বাচন অফিসে।

এসব বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, আমরা দুয়েক দিনের মধ্যে প্রধান গেট খুলে স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান করব। আর জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণের কোনো বিষয় নেই।

আগে দুই বছরের মেয়াদ দেয়া থাকলেও এগুলোর কখনই মেয়াদ শেষ হবে না। একবার জাতীয় পরিচয়পত্র ইস্যু হলে তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই। এখন থেকে যেসব কার্ড প্রিন্ট হচ্ছে, সেগুলোর পেছনের পাশে শুধু কার্ড ইস্যু তারিখ থাকছে। মেয়াদোত্তীর্ণের বিষয় উঠিয়ে নেয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম