
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০২:১০ পিএম
চুয়াডাঙ্গায় হ্যান্ড গ্রেনেড ধ্বংস করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১০:৩১ পিএম

আরও পড়ুন
চুয়াডাঙ্গায় একটি ৩৬ হ্যান্ড গ্রেনেড ধ্বংস করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার ছাগল ফার্মের পাশের একটি বাগানে ওই হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন তারা।
ক্যাপটেন মেহেদী হাসান রায়হানের নেতৃত্বে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১২ সদস্যের একটি চৌকস দল এ সময় উপস্থিত ছিল।
এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীরসহ অন্যান্য কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ২০ জুলাই বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি হিজড়াপাড়ার একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।