Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহে ‘আনসার আল ইসলাম’ এর দুই সদস্য আটক, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১২:০৯ পিএম

ঝিনাইদহে ‘আনসার আল ইসলাম’ এর দুই সদস্য আটক,  বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত ‘আনসার আল ইসলাম’ এর দুই সদস্যকে আটক করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। যুগান্তর

ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত আনসার আল ইসলাম এর দুই সদস্যকে আটক করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। আটক ব্যক্তিরা হল- সদর উপজেলার সাগান্না গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ইনামুল হক ও একই গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুইটি মোবাইল ফোন, ২৪টি মোবাইল সিম কার্ড, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, হোম মেড রিচার্জবল টর্চ লাইট, মোবাইল ব্যাটারি, বৈদ্যুতিক সুইচসহ মওদুদীর লেখা জেহাদি বই।

এটিইউ'র ঢাকার সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে ঝিনাইদহ সদর থানা পুলিশের সহযোগিতায় রোববার রাত ১২টার দিকে আটক করা হয় তাদের। সোমবার বিকাল ৩টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেনসহ ঢাকা থেকে আসা এটিইউ টিমের সদস্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, আটক করা ব্যক্তিরা জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত মর্মে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়ার পরে এ অভিযান পরিচালনা করা হয়। এরা বেশি শক্তিশালী এক্সপ্লোসিভ তৈরির বিষয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা করে আসছিল। তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করার পরে প্রাথমিক জিঞ্জাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি  যুগান্তরকে বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে জঙ্গিদের ওপর নজর রাখছেন তারা। এরপর ঝিনাইদহের পুলিশ সুপারের প্রত্যক্ষ সহযোগিতায় সাবধানতার সাথে অভিযানটি পরিচালনা করা হয় এবং সফলভাবে আটক করা সম্ভব হয় তাদের।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আটক দুইজনই হতদরিদ্র পরিবারের সন্তান। এনামুল বিবাহিত। এরা এক সময় ছাত্রশিবিরের কর্মী ছিল। বর্তমানে গ্রামের ক্ষেতে-খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে তারা। মাদ্রাসায় লেখাপড়া করেছে তারা। এখন পড়ালেখা করে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি এলাকার মানুষ। তাদের আটক করার খবর জানাজানি হওয়ার পরে ওই এলাকার সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম