ভৈরবে আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৬:৪৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং থানা প্রশাসন স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় আইভি রহমানের স্মৃতি গেটে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় অফিসে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, এসএম বাকিবিল্লাহ, আতিক আহমেদ সৌরভ, আবদুল হেকিম রায়হান, সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
দুপুরে আইভি রহমানের পৈতৃক বাড়িতে পারিবারিকভাবে সাবেক ছাত্রলীগ নেতা জুলফিকার আলী কাইয়ূমের উদ্যোগে এক কাঙালিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে সহস্রাধিক মানুষকে খাওয়ানো হয়েছে।
আইভির নিজ বাসায়ও মিলাদ, দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়। আইভির পৈতৃক বাড়িতে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মির্জা সুলাইমান, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপি সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা আর ২১ আগস্ট গ্রেনেড হত্যা একই সূত্রে গাঁথা বলে বক্তারা মন্তব্য করেন।
গ্রেনেড হামলায় সেদিন আইভি রহমানসহ ২৪ জন নিহত ও ৫০০ লোক আহত হয়েছিলেন। এ ঘটনায় ওই সময় বিএনপি সরকার অপরাধীদের বিচার না করে জজ মিয়া নাটক সাজিয়ে বিচার না করার ষড়যন্ত্র করেছিল। বর্তমান সরকার ঘটনার অপরাধীদের বিচারের ব্যবস্থা করে। কিন্তু বিচারের রায় হলেও এখনও রায় বাস্তবায়ন হয়নি। বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান বক্তারা।