ফরিদপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০১:৩৮ এএম
ছবি: যুগান্তর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভোরে উপজেলার হাওলীকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শামিম (২২) ও রাকিব (২০) দুই ভাই। তারা ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী জানান, শামিম ও রাকিব গ্রামের পাশের বিলে মাছ ধরার জাল পাততে যান। সেখানে স্থানীয় আবদুর ছাত্তারের ছেলে জামাল ও আফজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেন। এ ঘটনা কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় দুই ভাইকে কুপিয়ে জখম করা হলে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, পরিবেশ আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।