
প্রিন্ট: ১০ মার্চ ২০২৫, ০৭:১৯ এএম
সিলেটে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ১০ ঘণ্টায় প্রত্যাহার

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১০:৫১ পিএম

আরও পড়ুন
সিলেটে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির অভিযোগে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট অবশেষে ১০ ঘণ্টার মাথায় প্রত্যাহার করে নেয়া হয়েছে। রোববার ভোর ৬টায় শুরু হওয়া ধর্মঘট বিকাল ৩টায় প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল।
ধর্মঘট আহ্বানের পর রোববার বিকাল ৩টার দিকে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিবহন নেতারা ছাড়াও পুলিশ সুপার এবং ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান, বাঁশকল বসিয়ে রয়েলটির নামে চাঁদাবাজির প্রতিবাদে আমরা ধর্মঘট শুরু করছিলাম। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেলে আমরা ৭২ ঘণ্টার ধর্মঘট ১০ ঘণ্টার মাথায় প্রত্যাহার করে নিয়েছি।