
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম
বড়লেখায় মায়া হরিণের চামড়া উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১০:৪৮ পিএম

বড়লেখা পৌরশহর এলাকায় রোববার দুপুরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান দুইটি মায়া হরিণের অবৈধ চামড়া উদ্ধার করেছেন।যুগান্তর
আরও পড়ুন
বড়লেখা পৌরশহর এলাকায় রোববার দুপুরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান দুইটি মায়া হরিণের অবৈধ চামড়া উদ্ধার করেছেন।
এ সময় মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বন্যপ্রাণী বিভাগ সংশ্লিষ্ট আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে। চামড়া দুইটির বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. শামীম আল ইমরান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিছুর রহমানের নেতৃত্বে রোববার দুপুরে পৌরশহরের গাজীটেকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী সাইদুল ইসলাম ও ফখরুল ইসলামের বাড়ির মধ্যবর্তী স্থান থেকে দুইটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনওকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে জনৈক সাইদুল ইসলাম ও ফখরুল ইসলামের বাড়ির মধ্যবর্তী স্থান থেকে দুইটি মায়া হরিণের অবৈধ চামড়া উদ্ধার করা হয়। এগুলো ৩-৪ মাস আগের ছাঁটানো বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত চামড়াগুলো বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জব্দ করেছে। এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী আদালতে মামলা দেয়া হবে।