Logo
Logo
×

সারাদেশ

কেন্দ্রীয় কারাগারে মোবাইল বুথ স্থাপন

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১২:৪৪ পিএম

কেন্দ্রীয় কারাগারে মোবাইল বুথ স্থাপন

করোনা পরিস্থিতির কারণে সারা দেশের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে বন্দিদের সমস্যার কথা বিবেচনা করে কারা অধিদফতর কারা অভ্যন্তরে মোবাইল বুথ স্থাপনের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৭টি মোবাইল বুথ স্থাপন করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম জানান, বৈশ্বিক মহামারী করোনার কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের কারাগারগুলোতে বন্দিদের সঙ্গে স্বজন বা আইনজীবীর সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে বন্দিদের দুর্দশার কথা চিন্তা করে আইজির (প্রিজন) নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৭টি মোবাইল বুথ স্থাপন করা হয়েছে। ১৭টি বুথে ১৭টি মোবাইল রাখা হয়েছে। এসব মোবাইলের মাধ্যমে একজন বন্দি সপ্তাহে একবার সর্বোচ্চ ৫ মিনিট স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন। তবে এজন্য বন্দিকে মিনিট প্রতি ১ টাকা করে প্রদান করতে হয়। কারা অভ্যন্তরে স্থাপিত এসব মোবাইলের আউট-গোয়িং থাকলেও ইনকামিং কল বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, এখানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছেন। করোনার কারণে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় এসব বন্দি মানসিকভাবে কিছুটা সমস্যায় পড়ে যান। বন্দিদের অসুবিধার কথা বিবেচনা কারা অধিদফতর সারা দেশের কারাগারগুলোতে মোবাইল বুথ স্থাপনের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে গত ২৫ মার্চ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৭টি মোবাইল বুথ চালু করা হয়।

আরও জানা গেছে, কেন্দ্রীয় কারাগারে যখন সাক্ষাৎ চালু ছিল, তখন প্রতিদিন গড়ে প্রায় ৬০০ বন্দি, স্বজন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেত। সাক্ষাৎ বন্ধ থাকলেও বর্তমানে প্রতিদিন গড়ে ৭০০ বন্দি মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন।

বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, বন্দিরা যাতে কোনোরকম অসুবিধার সম্মুখীন না হন, সেটি নিশ্চিত করা আমাদের কর্তব্য।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে স্থাপিত মোবাইল বুথগুলো রাখা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। যদি তারা মনে করেন মোবাইল বুথ রাখা দরকার, তাহলে নিশ্চয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম