
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
ভেজালবিরোধী অভিযান: বরিশালে ৪ দোকানিকে জরিমানা

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১০:৪১ পিএম

বরিশাল
আরও পড়ুন
অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নগরীর ৪ দোকানিকে ১৭ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ভোক্তাদের অধিকার সংক্ষরণে দিনভর নগরীর বাজার ও শিল্প-কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায়পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যে মোড়ক ব্যবহার না করায় শুভেচ্ছা ফুডস প্রোডাক্টসের আরিফুর রহমানকে ৫ হাজার টাকা, মোসলেম বেকারির রাশেদ হোসেনকে ৮ হাজার টাকা, জাহান স্টোরের মো. মনিরুজ্জামান দুলালকে ১ হাজার টাকা ও তানভীর কপি হাউসের আলী হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা। এ সময় এসআই কামরুল ইসলামের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিল।