Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ গ্রেফতার ৫

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০১:০৩ পিএম

সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ গ্রেফতার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার আষাঢ়ীয়ারচর এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এ সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাতটি হাতবোমা, দুই কেজি ৬০০ গ্রাম গানপাউডার ও দেশীয় বিভিন্ন অস্ত্র। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার আষাঢ়ীয়ারচর ব্রিজে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেন ডিবি সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে তিন ডাকাত পালিয়ে যায়।

গ্রেফতাররা হল- মুন্সীগঞ্জের গজারিয়া থানার আবদুল হাইয়ের ছেলে মোমেন, আড়াইহাজারের শামসু মিয়ার ছেলে শুক্কুর আলী, মৌলভীবাজারের মেহের আলীর ছেলে নাজিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার মৃত নীল মিয়ার ছেলে বাবুল হোসেন ও বন্দরের রওশনবাগ এলাকায় আজিজের স্ত্রী মমতাজ। পলাতক ডাকাতরা হল মাসুম, সবুজ ও দাইয়ান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম