Logo
Logo
×

সারাদেশ

সোনামসজিদ বন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টিন স্টেশন অরক্ষিত

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ১১:৩৮ এএম

সোনামসজিদ বন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টিন স্টেশন অরক্ষিত

ছবি: যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টিন স্টেশন অরক্ষিত রয়েছে।

ভারত থেকে আমদানিকৃত গবাদিপশু পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায় চার বছর আগে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় প্রাণিসম্পদ কোয়ারেন্টিন স্টেশন নির্মাণ করা হয়।  

সেখানে গবাদিপশু পরীক্ষার জন্য মূল্যবান যন্ত্রপাতি রয়েছে; কিন্তু ওই সব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য কোনো কর্মকর্তা-কর্মচারী এমনকি নৈশপ্রহরীও প্রাণিসম্পদ বিভাগ নিয়োগ দেয়নি। ফলে ওই ভবনটি সম্পূর্ণভাবে অরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী জানান, গত ২০১৫-১৬ অর্থবছরে ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ও রহনপুর স্থলবন্দরে দুটি কোয়ারেন্টিন ভবন নির্মাণ করা হয়েছে।

ভবনটি ২০১৬ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উদ্বোধন করেন।

তার পর থেকে দফতরে কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় ভবন দুটি অরক্ষিত রয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্রী রণজিৎ চন্দ্র সিংহ জানান, সোনামসজিদের কোয়ারেন্টিন দফতরে জনবল নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করা হলে আমদানিকৃত গবাদিপুশ পরীক্ষা-নিরীক্ষাসহ স্থানীয় গবাদিপশুর চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন গুলি জরুরি ভিত্তিতে কোয়ারেন্টিন স্টেশনটি চালু করার দাবি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম