নারায়ণগঞ্জের বন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০১:১৭ এএম
নারায়ণগঞ্জের বন্দরেমদনপুর ইউপি পূর্ব কেওঢালা এলাকায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সৌরভ যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ও জেলা আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুূম আহম্মেদ, সৌরভ যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক জুয়েল ও আলী আজগর ভূইয়াসহ বন্দর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভিপি বাদল বলেন, জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাতে মোশতাক বাহিনী হত্যা করে বাংলাদেশের মানচিত্রে কলংকের দাগ লাগিয়েছে।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মিলাদ ও তবারক বিতরণ করা হয়।