শেখ হাসিনার নাম কখনই মুছে ফেলতে পারবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ১০:৪০ পিএম
নেত্রকোনা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সব শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত শহীদদের স্মরণে নেত্রকোনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড, উপজেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ আলোচনা সভার আয়োজন করে।
নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভার প্রারম্ভে এক মিনিট নীরবে দাঁড়িয়ে সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। তিনি বলেন, ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যার পর ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে বাঁচিয়েছিলেন। স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম কখনই মুছে ফেলতে পারবে না। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার আকবর আলী মুনসী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন, গাজী মোর্তুজা হোসেন কামালসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা।