Logo
Logo
×

সারাদেশ

সড়ক নির্মাণের রোলারের নিচে চাপা পড়ে দম্পতির মৃত্যু

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৯:৫৪ পিএম

সড়ক নির্মাণের রোলারের নিচে চাপা পড়ে দম্পতির মৃত্যু

দিনাজপুরের বিরলে সড়ক নির্মাণের রোড রোলারের নিচে চাপা পড়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী বৃদ্ধ দম্পতি। আহত হয়েছেন মোটসাইকেলচালক ওই দম্পতির নাতি।

শুক্রবার সন্ধ্যায় বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কছিমউদ্দীন (৭০) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং কছিমদ্দীনের স্ত্রী ছমেনা বেগম (৬৫)। আহত হয়েছেন তাদের নাতি উমর ফারুক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ কছিমউদ্দীন ও তার স্ত্রী ছমেনা বেগম নাতি উমর ফারুকের মোটরসাইকেলে বিরল উপজেলার ভাণ্ডারায় এক আত্মীয়ের বাড়ি থেকে পীরগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় নোনাগ্রাম এলাকায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত একটি চলন্ত রোলারের নিচে তারা চাপা পড়েন।

এতে ঘটনাস্থলেই বৃদ্ধ স্বামী ও স্ত্রী নিহত হন। মোটরসাইকেল চালক নাতি উমর ফারুককে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম