
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৭ এএম
মুরাদনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও শোক র্যালি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৯:৪৬ পিএম

কুমিল্লার মুরাদনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সব শহীদের স্মরণে দোয়া, আলোচনা সভা এবং শোক র্যালি করেছে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
আরও পড়ুন
কুমিল্লার মুরাদনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সব শহীদের স্মরণে দোয়া, আলোচনা সভা এবং শোক র্যালি করেছে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার। আরও বক্তব্য রাখেন- মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আহসান হাবীব শামীম, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য আক্তার হোসেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আব্দুল কাইয়ুম, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য রাজন আহম্মেদ রাজু, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, বাঙ্গরা বাজার ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম প্রমুখ।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এ হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।