ট্রেন থেকে গৃহবধূর গলার হার ছিনতাই
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৬:৫০ পিএম
কিশোরগঞ্জ
ট্রেন থেকে এক গৃহবধূর গলার হার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম রাহিমা আক্তার সুমি (২৫)। তার স্বামীর নাম তানভির আহমেদ এবং বাসা নেত্রকোনা শহরে। তার স্বামী গোয়েন্দা বিভাগে (ডিজিএফআই) কুমিল্লায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার দুপুর দেড়টায় কিশোরগঞ্জের কুলিয়ারচর রেলস্টেশনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ঘটনার সময় গৃহবধূ সুমি বিজয় একপ্রেস টেনে স্বামীর বাড়ি নেত্রকোনা যাচ্ছিলেন। টেনটি ভৈরব রেলস্টেশন থেকে ছেড়ে কুলিয়ারচর রেলস্টেশনে পৌঁছার কিছু আগে যাত্রীবেশী এক ছিনতাইকারী সুমির গলা থেকে চেইনটি নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। এ সময় ট্রেনটি ধীরগতিতে চলছিল বলে তিনি জানান।
গৃহবধূ সুমি মোবাইল ফোনে এই প্রতিনিধিকে জানান, আমি আমার বাবার বাড়ি আখাউড়া থেকে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুপুর ১২টায় চট্টগ্রাম- ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে উঠি। ট্রেনটি ভৈরব রেলস্টেশনে বিরতির পর ছেড়ে দেয়। ট্রেনে আমার সাথে ভাই ছিল। তারপর কুলিয়ারচর রেলস্টেশনে পৌঁছার কিছু আগে ট্রেনটির গতি কমিয়ে দেয়। এ সময় ট্রেনে বসা যাত্রীবেশী এক ছিনতাইকারী হঠাৎ আমার গলার স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। তখন আমার ভাই হৃদয় ঘটনা দেখে তার পেছনে ছুটে যায়। কিন্তু হঠাৎ করে ছিনতাইকারী ট্রেনের দরজা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। ওই ছিনতাইকারীর সাথে তার সহযোগী এক ছিনতাইকারী ছিল বলে তিনি জানান। সে তখন দড়জায় দাঁড়িয়ে ছিল। দুজনই ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি তৎক্ষণাৎ ভৈরব রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে গৃহবধূর ভাই এই প্রতিনিধিকে জানান।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস হায়দার জানান, ঘটনাটি গৃহবধূর চাচা আমাকে অবহিত করেছেন। খবর শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। স্বর্ণের চেইনটি উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।