প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন শেরপুরের নন-এমপিও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ১০:৩৩ পিএম
বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার নন-এমপিও ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ২৮৩ জন শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৬৬ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার ও ১৭ জন কর্মচারীকে জনপ্রতি আড়াই হাজার টাকা করে বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, শেরপুর থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লবসহ ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।