মুক্তাগাছা পৌরসভার মেয়র বরখাস্ত
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১১:১৫ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শহীদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় করা একটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী মেয়র হিসাবে শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
তবে পৌরসভার মেয়র ও মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় চার্জশিট দেয়া হয়। আর এ মিথ্যা মামলার জন্য আমাকে বরখাস্ত করা হয়েছে।