Logo
Logo
×

সারাদেশ

অবশেষে সেই তরুণীকেই বিয়ে করলেন ছাত্রলীগ নেতা 

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৯:১৮ পিএম

অবশেষে সেই তরুণীকেই বিয়ে করলেন ছাত্রলীগ নেতা 

অবশেষে যুগলবন্দি হলেন সোহাগ ও মীম। বিয়ের দাবিতে প্রেমিক ছাত্রলীগ নেতা সোহাগের বাড়িতে সোমবার অবস্থান নিয়ে অনশন শুরু করেন প্রেমিকা মীম। 

অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার রাতে স্থানীয় মাতবরদের মধ্যস্থতায় বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হন প্রেমিক সোহাগ হোসেন। 

সোহাগ হোসেন সুজানগর উপজেলার ভায়না গ্রামের বকুল হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের নেতা। মীম একই উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল সরদারের মেয়ে এবং সুজানগর মহিলা কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, প্রায় ২ বছর ধরে সোহাগের সঙ্গে মীম খাতুনের প্রেম চলছিল। সোহাগ মীমকে নাকফুল পরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বেড়াতেও নিয়ে গেছে। কিন্তু সম্প্রতি বিয়ের কথা বললেই সোহাগ তা এড়িয়ে যেতে থাকেন। এমনকি তাদের সম্পর্কের বিষয়গুলোও ধামাচাপা দেয়ার চেষ্টা চালান।

এরই জের ধরে সোমবার বিকাল থেকে প্রেমিক সোহাগ হোসেনের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন মীম। অবস্থা বেগতিক দেখে  গ্রাম্যপ্রধানদের মধ্যস্থতায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোহাগ ও মীমের বিয়ে হয়।

ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন জানান, দুই পরিবারের সম্মতিতে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম