মাধবপুরে এক মায়ের তিন কন্যাসন্তান প্রসব
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৮:৩৩ এএম
মাধবপুরে পরিবার কল্যাণ কেন্দ্রে এক প্রসূতি মা তিনটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। যুগান্তর
মাধবপুরে পরিবার কল্যাণ কেন্দ্রে এক প্রসূতি মা তিনটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। রহিমা বেগম নামে ওই নারীর নরমাল ডেলিভারি হয় উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের প্রশিক্ষিত কর্মীদের হাতে।
মা ও নবজাতক স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে দুপুরে বাড়ি চলে গেছেন। উপজেলার শিয়ালউড়ি গ্রামের আব্দুল সালামের স্ত্রী রহিমা বেগমের প্রসব ব্যথা শুরু হলে তাকে নিয়ে আসা হয় ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রথম কন্যাসন্তান প্রসব করেন তিনি। দ্বিতীয়টি ৮টা ৫০ এবং তৃতীয় সন্তানটি ৯টায় ডেলিভারি হয়। মা ও নবজাতকরা সুস্থ আছে।
স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে থাকা মা মনি সীমান্ত প্রকল্পের স্বাস্থ্যকর্মী নাইস খাতুন জানান, বুধবার সকালে হতদরিদ্র রহিমা বেগম প্রসব ব্যথা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তখন আমি নরমান ডেলিভারি করার প্রচেষ্টা চালাই। পরে একে একে তিনটি কন্যাসন্তান জন্ম হয়। তারপর দুপুর ১২টা পর্যন্ত পর্যবেক্ষণ করি। মা ও নবজাতক সুস্থ থাকায় তারা বাড়ি চলে গেছেন।
তিন কন্যাসন্তান জন্ম হলেও আব্দুল সালাম দম্পতি খুশি। হতদরিদ্র পরিবারে একসঙ্গে তিন সন্তান লালন-পালন করা নিয়ে অনেকটা চিন্তিত তারা। এর আগে এই দম্পতির ঘরে চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। একসঙ্গে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তিন সন্তান নরমাল ডেলিভারির ঘটনা বিরল।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উৎসুক জনতার ভিড় জমে নবজাতকদের দেখতে। এ ব্যাপারে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইশতাক মামুন জানান, রহিমা খাতুন গর্ভবতী হওয়ার পর থেকেই মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের নজরে ছিল। নিয়মিত ফলোআপ করা হতো। ডেলিভারির মুহূর্তে তার পজিশন ভালো থাকায় নরমালে তিন সন্তান প্রসব করানো সম্ভব হয়েছে।
এছাড়া নিরাপদ ডেলিভারি ও মাতৃত্বকালীন মায়েদের বিশেষ নজরদারি রাখতে মা মনি নামে একটি প্রকল্প মাধবপুর উপজেলায় রয়েছে। স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মায়েদের সঙ্গে যোগাযোগ রাখেন।