
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ এএম
পাবনায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৬:২৪ পিএম

আরও পড়ুন
পাবনার চাটমোহরে গলায় ওড়না পেঁচিয়ে যুথি খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার সকালে বিলচলন ইউনিয়নের দোলং মহল্লার আদারপাড়ায় এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের আসাদ আলীর মেয়ে ও বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বুধবার সকালে যুথিকে তার মা রওশন আরা বকাবকি করেন। এরপর অভিমান করে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় যুথি। ঘণ্টাখানেক ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে যুথিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।