হবিগঞ্জের লাখাইয়ে জাল নোট দিয়ে স্বর্ণ কিনতে গিয়ে লিটন মিয়া (৩২) নামে এক যুবক আটক হয়েছে। তার কাছ থেকে ১৮ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালাশিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বামৈ বাজারে মঙ্গলবার বিকালে দারগআলী ম্যানশনে একটি স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণ কেনার পর লিটন টাকা হস্তান্তর করে। এ সময় স্বর্ণ ব্যবসায়ী টাকাগুলো জাল নোট বুঝতে পেরে তাকে আটক করে লাখাই থানায় খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ লিটনকে গ্রেফতার করা হয়েছে। আটক লিটন সংঘবদ্ধ জালনোট চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।