
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
নারায়ণগঞ্জে মশার কয়েল তৈরির কারখানায় আগুন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১০:৪০ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের বন্দরের চাপাতলী এলাকার একটি মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের ওই আগুনে কারখানার অধিকাংশ কাঁচামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর চাপাতলী এলাকায় সাহেলা ট্রেডিং নামে একটি মশার কয়েল কারখানায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আব্দুল্লাহ জানান, মঙ্গলবার রাতে মশার কয়েল কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের কবল থেকে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।