শ্যালকদের বকাঝকায় যুবকের আত্মহত্যা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১০:১৮ পিএম
![শ্যালকদের বকাঝকায় যুবকের আত্মহত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/08/18/image-336079-1597767503.jpg)
বাগেরহাটের শরণখোলায় শ্যালকদের বকাঝকায় কীটনাশক খেয়ে ইব্রাহীম জমাদ্দার (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহীম উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোসলেম জমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রী পুতুল বেগমের সঙ্গে ইব্রাহীমের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এ খবর শুনে তার শ্যালকরা এসে তাকে বকাঝকা করে। সেই ক্ষোভে দুপুর ১টার দিকে ঘরে থাকা চালের পোকা দমনের তিনটি ট্যাবলেট খায় ইব্রাহীম। হাসপাতালে নেয়ার কিছু সময় পরই তার মৃত্যু হয়। এই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে।
শরণখোলা থানার ওসি এসকে আবদুল্লাহ আল সাইদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।