
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ এএম
তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতাকে পিটিয়ে জখম

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১০:০৯ পিএম

আরও পড়ুন
তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফরিদপুর শহরের সরকারি তিতুমীর বাজারের (নিউমার্কেট) আহ্বায়ক কমিটির সহ-সভাপতি ও ব্যবসায়ী নেতা মো. গোলাম নবীকে (৪৯) মঙ্গলবার দুপুরে পিটিয়ে গুরুতর আহত করেছে কতিপয় ব্যবসায়ী ও দোকানদার। তিনি বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টায় নিউ মার্কেটে এক তরুণী ও তার অভিভাবক শপিং করতে গেলে এক দোকানি তরুণীকে উত্ত্যক্ত করে। মেয়েটি প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করা হয়। পরে তারা মার্কেট কমিটির নেতা আহ্বায়ক কমিটির সহ-সভাপতি আলীপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. গোলাম নবীকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক ব্যবসায়ী নেতা গোলাম নবী ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তাকে লোহার রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।
হাসপাতালে আহত ব্যবসায়ীর পরিবার সূত্র জানায়, বিষয়টি আইনগত প্রক্রিয়ায় লিখিতভাবে অভিযোগ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
হাসপাতালে আহত ব্যবসায়ী নেতা গোলাম নবী বলেন, আমি মানিক স্টোর ও রিমন স্টোরে গিয়ে বিষয়টি জানতে চাইলে মানিক স্টোরের মানিক, দীপু, টিপু, বোন জামাই রিমন ও রিমন স্টোরের মালিক কর্মচারীসহ আমার ওপর বর্বর হামলা করে। এক পর্যায়ে আমি জীবন বাঁচাতে মার্কেট থেকে দৌড়ে ফরিদপুর কোতোয়ালি থানায় গিয়ে পড়ে যাই। থানা পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার বিষয়ে সরকারি তিতুমীর বাজার আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান বাবু জানান, ঘটনাটি নিন্দনীয়। আমাদের ব্যবসায়ী কমিটি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের শাস্তি দাবি করছি।