বরিশাল নগরীর পলাশপুরে মো. ইমন নামের ১১ বছর বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু দাবি করলেও এলাকাবাসীর দাবি অপমৃত্যু। তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
নিহত মো. ইমন ৫ নম্বর ওয়ার্ডের ৮নং গুচ্ছগ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিনের পুত্র। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা। তার মৃত্যু নিয়ে পরিবার ও প্রত্যক্ষদর্শীদের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এমনকি থানা পুলিশও ঘটনাটি রহস্যজনক মনে করছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইমন দুপুরে পুকুরে অনেক সময় ধরে গোসল করে বাসায় ফিরে আসে। এর কয়েক ঘণ্টা পর বাসায় এসে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। শব্দ পেয়ে রান্না ঘরে থাকা মা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পার্শ্ববর্তী ফার্মেসিতে নিয়ে গেলে সেখান থেকে শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার দিকে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘরের মধ্যে ইমনের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেন তার স্বজনরা। এ সময় তার দুই পা ভাঁজ করা এবং শরীর ঝুলন্ত অবস্থায় ছিল। ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফার্মেসিতে নিয়ে যান স্বজনরা। কিন্তু এটি আত্মহত্যার ঘটনা বুঝতে পেরে ফার্মেসি থেকে ডাক্তার মেহেদি নামে পরিচিত ব্যক্তি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সূত্রগুলো আরও জানিয়েছে, শিশুটির কবুতর পালার শখ ছিল কিন্তু তার পরিবার সে বিষয়টি মেনে নেয়নি। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে গাল মন্দও করেন। এর কিছুক্ষণ পরেই ইমনের লাশ উদ্ধার করা হয়। তবে এটি প্রকৃত আত্মহত্যা কিনা সে বিষয়টি সম্পর্কে অবগত না হলেও এটি অপমৃত্যু বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
এ প্রসঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা মহানগরীর কাউনিয়া থানার এসআই মো. বাশার বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সেখানে গিয়ে লাশ পাওয়া যায়নি। আমরা যাওয়ার আগেই লাশ হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা। এটি আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটা বোঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত করা হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।