Logo
Logo
×

সারাদেশ

জন্মদিন পালনের টাকা দরিদ্রদের দিল স্কুলছাত্রী শর্মি

Icon

ফরিদপুর ব্যুরো   

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১০:০২ পিএম

জন্মদিন পালনের টাকা দরিদ্রদের দিল স্কুলছাত্রী শর্মি

ফরিদপুর শহরের পুলিশ লাইন্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী শর্মি নিজের জন্মদিনে কেক না কেটে ওই অর্থ দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে। মঙ্গলবার ছিল শর্মির ১৫তম জন্মদিন।

তার মা রিবা আক্তার ও বাবা সাগর ভদ্র বলেন, আমাদের একমাত্র সন্তান শর্মির জন্মদিন বরাবরই কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালন করে থাকি, এটা তার পছন্দ নয়। এবার সে সাফ জানিয়ে দিয়েছে- জীবনে যতদিন বেঁচে থাকব জন্মদিনে আর কেক কাটা নয়; দরিদ্র, অসহায় ও পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই, তাদের মুখে খাবার তুলে দিতে চাই। 

সে জন্যই তার জন্মদিনে দুপুরে ফরিদপুর শহরের স্টেশন রোড, রাজেন্দ্র কলেজ মোড়, চৌরঙ্গী মোড় ও চকবাজার এলাকায় পথশিশু, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে শর্মি।

এ ব্যাপারে স্কুলছাত্রী শর্মি জানায়, দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি দেখে যতটা আনন্দ পাওয়া যায়, কেক কেটে বন্ধু-বান্ধবীদের নিয়ে হৈ-চৈ করে সেই আনন্দ পাওয়া যায় না।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম